শিরোনাম

পশ্চিম তীরে ইসরাইলি অভিযানের নিন্দা ইরানের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে, বিশেষ করে জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি হামলার বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো সহিংসতার নিন্দাও জানান তিনি।

তিনি ফিলিস্তিনি বেসামরিকদের হত্যা, গণগ্রেফতার ও ঘরবাড়ি ধ্বংসসহ ইসরাইলি সরকারের মানবাধিকার লঙ্ঘনের কঠোর প্রতিবাদ জানান।

গাজায় যুদ্ধবিরতির মধ্যে পশ্চিম তীরে ইসরাইলি নিপীড়ন বাড়ানোর বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তাদের, বিশেষ করে ফিলিস্তিনি অধিকারবিষয়ক বিশেষ দূতের সতর্কবার্তার কথা উল্লেখ করে, আন্তর্জাতিক সম্প্রদায়কে—বিশেষ করে ইসলামী ও আঞ্চলিক দেশগুলোকে—দখলদার ইসরাইলি সরকারের নৃশংসতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ইসমাইল বাঘাই ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা’ বন্ধে জাতিসংঘ ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন। তিনি যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইনের অন্যান্য গুরুতর লঙ্ঘন প্রতিরোধে রাষ্ট্রনেতাদের আইনি ও নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানান।