শিরোনাম

ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

ইসরাইলের ওপর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। একের পর এক হামলায় দেশটির পরিস্থিতি চরমভাবে বিপর্যস্ত হয়ে উঠেছে। সর্বশেষ মঙ্গলবার (২৪ জুন) ইসরাইলের বিয়ার শেভা শহরের একটি আবাসিক ভবনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যাতে তিনজন প্রাণ হারান।

ইসরাইলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানায়, হামলায় প্রায় ৪০ বছর বয়সী এক পুরুষ, ৩০ বছর বয়সী এক নারী এবং ২০ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হন। পরে টাইমস অব ইসরাইল ও ওয়াইনেট নিউজ নিশ্চিত করে, এ তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে।

এমডিএ-র একজন মুখপাত্র আরও জানান, হামলায় আহত অন্তত ছয়জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায়, তারা ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরান-ইসরাইল যুদ্ধবিরতির ঘোষণা দেন, ঠিক তার পরপরই ইরান নতুন করে ইসরাইলের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।