ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরান কখনোই ইসরায়েলের (যাকে তিনি জায়নবাদী রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন) সঙ্গে আপস করবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া একাধিক পোস্টে এই মন্তব্য করেন তিনি।
একটি পোস্টে খামেনি লেখেন, “আমরা জায়নবাদীদের প্রতি কোনো সহানুভূতি দেখাব না।” আরেকটি পোস্টে সোজাসাপ্টা ঘোষণা করেন, “যুদ্ধ শুরু হয়ে গেছে।”
এই বক্তব্যগুলো তার বিভিন্ন ভাষায় পরিচালিত এক্স অ্যাকাউন্টে প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের জবাবে খামেনির এটি ছিল প্রথম প্রতিক্রিয়া। ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় অবস্থান করছেন, তবে “এই মুহূর্তে” তাকে হত্যার পরিকল্পনা নেই।
এর আগে, চলতি সপ্তাহে একটি প্রতিবেদনে উঠে আসে যে, খামেনিকে হত্যার প্রস্তাব দেওয়া হলেও সেই পরিকল্পনায় ভেটো দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই।