ইসরায়েলি আগ্রাসনের মধ্যে কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনা চালাবে না বলে কাতার ও ওমানকে সাফ জানিয়ে দিয়েছে ইরান। বিষয়টি সম্পর্কে অবগত এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন।
চতুর্থ দিনের মতো চলতে থাকা সংঘাতে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার মাত্রা বাড়ায়, ব্যাপক যুদ্ধের আশঙ্কাও তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওই কর্মকর্তা জানান, ইরান কাতার ও ওমানের মধ্যস্থতাকারীদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, “ইসরায়েলের হামলার জবাব শেষ না হওয়া পর্যন্ত তারা কোনো গুরুতর আলোচনায় অংশ নেবে না।”
নাম প্রকাশ না করার শর্তে তিনি আরও বলেন, “ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আক্রমণের সময় তারা আলোচনায় বসবে না।”
গত শুক্রবার ভোরে ইসরায়েল একটি আকস্মিক হামলায় ইরানের সামরিক কমান্ডের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তাকে হত্যা করে এবং গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি ঘটায়।
ইসরায়েল পরে জানায়, তারা আরও কঠোর অভিযান চালানোর পরিকল্পনা করছে। এর প্রতিক্রিয়ায় ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ছুড়ে পাল্টা জবাব দেয়।
এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কিছু সূত্র দাবি করেছে, ইরান যুদ্ধবিরতি এবং পারমাণবিক আলোচনার পুনরায় শুরু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে কাতার ও ওমানের সহায়তা চেয়েছে। তবে ইরানের ওই কর্মকর্তা এ দাবি নাকচ করে দিয়েছেন এবং এটিকে ভুয়া তথ্য বলে উল্লেখ করেছেন।
তবে এ বিষয়ে রয়টার্স ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওমানের তথ্য মন্ত্রণালয়ের মন্তব্য চাইলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।