ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের ওপর যুক্তরাষ্ট্রের ‘নৃশংস সামরিক আগ্রাসন’-এর কড়া সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের এই হামলা জাতিসংঘ সনদের মৌলিক নীতিমালা এবং আন্তর্জাতিক আইনের চরম ও ঘৃণ্য লঙ্ঘন।”
মার্কিন হামলার পরও কূটনৈতিক সমাধানের কোনো সুযোগ আছে কি না—এমন প্রশ্নের উত্তরে আরাঘচি সাফ জানিয়ে দেন, “এই মুহূর্তে নয়।”
তিনি আরও বলেন, “যদিও কূটনীতির পথ সব সময়ই খোলা থাকা উচিত, তবে এখন আমরা এমন এক পরিস্থিতিতে রয়েছি যেখানে আমাদের দেশ সরাসরি হামলার শিকার হয়েছে। আত্মরক্ষার ন্যায্য অধিকার থেকে আমাদের প্রতিক্রিয়া জানাতে হবে।”
যুক্তরাষ্ট্রের এই হামলাকে তিনি ‘আন্তর্জাতিক আইনের ক্ষমার অযোগ্য লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করেন।
আরাঘচি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যুদ্ধ উসকে দেওয়া এবং আন্তর্জাতিক আইন উপেক্ষাকারী মার্কিন প্রশাসন তাদের এই আগ্রাসনের ভয়াবহ পরিণতির পূর্ণ দায় বহন করবে।”