ইরান ফের ইসরায়েলে হামলা চালিয়েছে। মঙ্গলবার (১৭ জুন) ভোররাতে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজতে শুরু করে, যখন ইরান তাদের নবম দফা হামলা শুরু করে, যা ভোর পর্যন্ত চলতে থাকে।
এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে— তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইরানি ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথ পর্যবেক্ষণ করছে, যেগুলো ইসরায়েলি ভূখণ্ডের দিকে এগোচ্ছে। এ কারণেই দেশের বিভিন্ন জায়গায় সতর্কতা সাইরেন বাজানো হয়।
অন্যদিকে, ইসরায়েলি বিমান বাহিনী জানায়, হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় স্থানে তারা বাধা সৃষ্টি ও পাল্টা আক্রমণ চালাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা হুমকির জবাবে ব্যবস্থা নিচ্ছে এবং জনগণকে আশ্রয়স্থলে অবস্থান করার নির্দেশ দিয়েছে।