শিরোনাম

ইরাকের ৩ সামরিক ঘাঁটি ও বাগদাদ বিমানবন্দরের কাছে হামলা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে ইরাকের একাধিক সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) আল জাজিরার খবরে জানানো হয়, ইরাকের ইমাম আলী, বালাদ ও তাজি সামরিক ঘাঁটিতে এই হামলা হয়েছে। পাশাপাশি রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছিও একটি ড্রোন হামলার খবর মিলেছে।

আল সুমারিয়া টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ধি কার প্রদেশের নাসিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত ইমাম আলী সামরিক ঘাঁটির রাডার সিস্টেম হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলার পেছনে কে বা কারা রয়েছে, সে বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এছাড়া কুর্দিস্তান২৪-এর বরাতে জানা যায়, বাগদাদের উত্তরের সালাহউদ্দিন প্রদেশে বালাদ সামরিক ঘাঁটিও হামলার শিকার হয়েছে। এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

তাসনিম নিউজ এজেন্সির এক খবরে বলা হয়েছে, বালাদ ঘাঁটির ভেতর থেকে দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এটি একসময় ইরাকে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক ঘাঁটি ছিল।

অন্যদিকে, সরকারি বার্তা সংস্থা আইএনএ জানিয়েছে, বাগদাদের উত্তরে অবস্থিত তাজি সামরিক ঘাঁটিতে একটি অজ্ঞাত ড্রোন হামলা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। অনুসন্ধানভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ড্রপ সাইট’ এ হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে।

তাসনিম নিউজ আরও জানায়, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত ভিক্টরি বেজ কমপ্লেক্সেও ড্রোন হামলা হয়েছে বলে একটি সূত্র দাবি করেছে। এই ঘাঁটিতে আগে মার্কিন সেনারা অবস্থান করত।

এই ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে ইরাকে মার্কিন উপস্থিতি এবং ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ এসব হামলার দায় স্বীকার করেনি।