চলতি বছরের জুলাইয়ে ইরানের রাজধানী তেহরানে হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের শিকার হন। এই হত্যাকাণ্ডের জন্য ইরান ইসরায়েলকে দায়ী করলেও সে সময় ইসরায়েল কোনো মন্তব্য করেনি। তবে এবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সরাসরি ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ কথা জানান। একইসঙ্গে তিনি নতুন করে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নেতৃত্বকে টার্গেট করে আঘাত হানবে ইসরায়েলি বাহিনী।
তিনি আরও বলেন, “যখন হুতি সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তখন আমি তাদের স্পষ্ট বার্তা দিতে চাই। আমরা হামাসকে পরাজিত করেছি, হিজবুল্লাহকে পরাস্ত করেছি, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল করেছি এবং তাদের উৎপাদন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত করেছি। সিরিয়ায় আসাদের শাসনের পতন ঘটিয়েছি।”
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমরা হুতিদের ওপর কঠোরভাবে আঘাত করব এবং তাদের নেতৃত্বকে নির্মূল করব… যেমনটি আমরা তেহরান, গাজা ও লেবাননে ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার এবং হাসান নাসরুল্লাহর ক্ষেত্রে করেছি। ঠিক একইভাবে হোদেইদা এবং সানায় তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।”