লেবাননের সশস্ত্র গোষ্ঠী এবং ইরানপন্থী মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহর আরও এক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইডিএফ জানায়, নিহত কমান্ডারের নাম নাবিল কাউক। তবে এ বিষয়ে এখনো হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি ও ভয়েস অব আমেরিকা।
ইসরায়েলি দাবি অনুযায়ী, রোববার (২৯ সেপ্টেম্বর) বৈরুতে বিমান হামলায় নাবিল কাউক নিহত হন। এর আগে, নাসরাল্লাহর মৃত্যুর পর নাবিল কাউককে তার উত্তরসূরী হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
আইডিএফ জানিয়েছে, নাবিল কাউক হিজবুল্লাহর প্রতিরক্ষা নিরাপত্তা ইউনিটের কমান্ডার ছিলেন এবং তিনি সংগঠনের কেন্দ্রীয় পরিষদের শীর্ষস্থানীয় সদস্য ছিলেন।
এর আগে, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরাল্লাহ নিহত হন। হিজবুল্লাহ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার একদিন পরেই নাবিল কাউকের মৃত্যুর খবর আসে।