শিরোনাম

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা 

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল ইহুদি জাদুঘরের সামনে গুলিবর্ষণের ঘটনায় ইসরায়েলি দূতাবাসের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

এনবিসি নিউজকে দেওয়া তথ্যে দেশটির চারজন শীর্ষস্থানীয় আইনশৃঙ্খলা কর্মকর্তারা জানান, এক ব্যক্তি হঠাৎ গুলি চালালে ঘটনাস্থলে থাকা একজন নারী ও একজন পুরুষ আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলি ছোড়ার সময় ওই ব্যক্তি ‘ফ্রি ফিলিস্তিন’ বলে চিৎকার করছিলেন। পরে তাকে পুলিশ হেফাজতে নেয়। তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, “ঘটনাটি একটি অনুষ্ঠানের সময় ঘটে। ইহুদি জনগণের ওপর আঘাত আসলে এক ধরনের সীমা লঙ্ঘনের শামিল।”

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্দি ঘটনাস্থলে গিয়ে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “আমরা এই নৃশংস হামলার ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।” অপরদিকে, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেন, “এ ধরনের বিকৃত মানসিকতার অপরাধীকে আমরা আইনের আওতায় আনব।”

জানা গেছে, গুলির সময় ইসরায়েলি দূতাবাসের বেশ কয়েকজন কর্মকর্তা ওই জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।