ইরান ও ইসরাইলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ইরানি গণমাধ্যমের অভিযোগ, ইসরাইল ইচ্ছাকৃতভাবে তাদের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির তথ্য গোপন করছে, যদিও ইরানের ক্ষয়ক্ষতির চিত্র ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ আন্তর্জাতিক ও নিরপেক্ষ সূত্রের বরাতে জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে ব্যাপক হতাহত ও অবকাঠামোর ক্ষতি হয়েছে, কিন্তু দেশটির কর্তৃপক্ষ তা প্রকাশ না করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সরকারের বিভিন্ন বিভাগ ও নিরাপত্তা সংস্থা ইরানি পাল্টা হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি গোপন রাখতে সক্রিয়ভাবে কাজ করছে।
দ্য ওয়াশিংটন পোস্ট এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১,৮০০ ইসরাইলি আহত হয়েছে। যদিও মৃতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, আঞ্চলিক সূত্রগুলো দাবি করছে মৃতের সংখ্যা কয়েকশ ছাড়িয়ে যেতে পারে।
ইসরাইলের সেন্সর বিভাগ একাধিকবার গণমাধ্যমে হামলার ছবি ও তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে। দখলকৃত এলাকাগুলোর বাসিন্দাদের হামলার তথ্য বা ছবি সামাজিক মাধ্যমে না ছড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের সাম্প্রতিক হামলায় তেল আবিব, আল-কুদসসহ বেশ কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
তাসনিম আরও জানায়, ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানে। এ ছাড়া প্রযুক্তিগত ত্রুটির কারণে কিছু প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিজেরাই শহরের ওপর পড়ে, যার ফলে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।