শিরোনাম

আগ্রাসনের জন্য অজুহাত খুঁজছে ইসরায়েল: এরদোগান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইসরায়েল তাদের দখলদারিত্ব ও আগ্রাসনের নীতি বৈধতা দেওয়ার জন্য নতুন অজুহাত খুঁজছে। শনিবার (৫ অক্টোবর) ইস্তাম্বুলের হালিক কংগ্রেস সেন্টারে ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) এক সভায় তিনি এই মন্তব্য করেন।

এরদোগান বলেন, ইসরায়েল হামাস ও হিজবুল্লাহর আগ্রাসনের যে অভিযোগ করছে, তা শুধু একটি অজুহাত। তারা প্রতিদিনই তাদের দখলদারিত্ব ও আগ্রাসনের পক্ষে নতুন অজুহাত তৈরি করছে।

তিনি আরও বলেন, তুরস্ক ফিলিস্তিনিদের সঙ্গে সবসময় সংহতি প্রকাশ করবে। তুরস্ক একমাত্র দেশ যারা ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমরা প্রথম থেকেই আমাদের অবস্থান স্পষ্ট রেখেছি এবং জাতিসংঘেও আমাদের কণ্ঠস্বর সবসময় শক্তিশালী থাকবে। তুরস্ক সবসময় নিপীড়কদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

পাশাপাশি, পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে তিনি বলেন, তারা নিজেদেরকে স্বাধীনতার রক্ষক বলে দাবি করে, কিন্তু ফিলিস্তিনি শিশুদের অধিকারের প্রশ্নে তারা ব্যর্থ। তারা ফিলিস্তিনের পতাকা সহ্য করতে পারে না। সন্ত্রাসী গোষ্ঠীর প্রসঙ্গ এলে তারা প্রতিবাদ করতে তৈরি থাকে, কিন্তু ফিলিস্তিনের ক্ষেত্রে কঠোর ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেয়।

  • usharbani
  • ঊষারবাণী
  • এরদোগান
  •