শিরোনাম

রাফাহ শহরকে গাজা থেকে বিচ্ছিন্ন করল ইসরাইল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ দিন আগে
ছবি : সংগৃহীত

দক্ষিণ গাজার যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে নতুন একটি নিরাপত্তা করিডোর স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরাইল। এরইমধ্যে রাফাহ শহরকে গাজার অন্যান্য এলাকা থেকে বিচ্ছিন্ন করতে ‘মোরাগ করিডোর’ নির্মাণ করেছে দেশটির সামরিক বাহিনী।

ইসরাইলি সংবাদমাধ্যমে প্রকাশিত মানচিত্র অনুযায়ী, করিডোরটি গাজার পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃত। গত বুধবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই করিডোর নির্মাণের ঘোষণা দেন। তিনি জানান, এর মাধ্যমে রাফাহকে বাকি গাজা অঞ্চল থেকে কার্যত বিচ্ছিন্ন করা হবে।

মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মোরাগ একসময় একটি ইহুদি বসতি ছিল, যা রাফাহ ও খান ইউনিসের মাঝামাঝি এলাকায় অবস্থিত ছিল। নেতানিয়াহু ইঙ্গিত করেছেন, নতুন করিডোরটি ওই দুই শহরের মধ্যবর্তী অঞ্চলে তৈরি করা হচ্ছে।

শনিবার ইসরাইলি সেনাবাহিনী জানায়, করিডোরটি ঘিরে নিরাপত্তা জোরদারে তাদের ৩৬তম ডিভিশনের সেনারা মোতায়েন করা হয়েছে। তবে করিডোরের সুনির্দিষ্ট অবস্থান বা কত সংখ্যক সেনা সেখানে রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এদিকে গাজার বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনীর বোমা হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নারী ও শিশুসহ কমপক্ষে ৪৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে, দক্ষিণ গাজায় জরুরি সেবা কর্মীদের ওপর চালানো হামলা নিয়ে ইসরাইল স্বীকার করেছে যে, ১৫ জন জরুরি সেবাকর্মী নিহত হওয়ার ঘটনায় তারা ‘ভুল’ করেছে। এই হামলার ঘটনা ঘটে ২৩ মার্চ, রাফাহ অঞ্চলের কাছে।

রোববার (৬ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, সেদিন ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির একটি অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি ও গাজার সিভিল ডিফেন্সের একটি দমকল বাহিনীর গাড়িতে ইসরাইলি সেনারা গুলি চালায়।

প্রথমে ইসরাইল দাবি করেছিল, গাড়িগুলোর হেডলাইট না থাকায় অন্ধকারে তাদের ‘সন্দেহজনক’ মনে হয়েছিল। সেই কারণেই গুলি ছোড়া হয়। পাশাপাশি, সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় ছাড়াই ওই গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছেছিল বলে জানায় তারা।

তবে নিহত এক প্যারামেডিকের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, সংশ্লিষ্ট গাড়িগুলোতে আলো জ্বলছিল, যা ইসরাইলের দাবির সঙ্গে সাংঘর্ষিক।