শিরোনাম

তেহরানে অযৌক্তিক আগ্রাসন চালিয়েছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র : পুতিন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে ‘অযৌক্তিক এবং বিনা উসকানির আগ্রাসন’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানান, চলমান সংকটে রাশিয়া ইরানি জনগণের পাশে রয়েছে এবং তাদের সহায়তা করতে কাজ করে যাচ্ছে। সোমবার মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী মস্কো সফরে যান এবং পুতিনের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে পুতিন বলেন, “ইরানের ওপর এ হামলা সম্পূর্ণরূপে উসকানিবিহীন এবং এটি একটি সরাসরি আগ্রাসনের উদাহরণ।”

তিনি আরও বলেন, রাশিয়া এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং ইরানি জনগণের পাশে থেকে সহযোগিতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।