শিরোনাম

ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, প্রধান বিমানবন্দর বন্ধ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

ইয়েমেন থেকে ইসরাইলের উদ্দেশে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে দেশটিতে সাইরেন বাজানো হয় এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা, ইসরায়েলি চ্যানেল ১২-এর বরাতে জানায়, ইসরাইলের প্রধান এবং ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিয়নে উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে এই স্থগিতাদেশ কতক্ষণ কার্যকর থাকবে তা স্পষ্ট করা হয়নি।

ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে জানানো হয়েছে, রোববার (১৮ মে) সকালে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা মাঝ আকাশেই ভূপাতিত করেছে। ক্ষেপণাস্ত্র ছোড়ার জেরে দেশটির মধ্যাঞ্চলে সতর্কতা হিসেবে সাইরেন বাজানো হয়। চ্যানেল ১২ আরও জানায়, ইয়েমেন থেকে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা হলেও তা ব্যর্থ হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এর এক দিন আগে শুক্রবার রাতে ইসরায়েল ১৫টি যুদ্ধবিমানের মাধ্যমে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের হোদেইদা ও সালিফ বন্দরে প্রায় ৩০টি বোমা ফেলে। হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, এই হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

এই ঘটনার পরই ইয়েমেন থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হুতি গোষ্ঠী জানায়, গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চালানো নিপীড়নের প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ হিসেবে তারা এই প্রতিক্রিয়া দেখাচ্ছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেও হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের সীমানায় আঘাত হানে, যার ফলে একটি যানবাহন ও একটি সড়ক ক্ষতিগ্রস্ত হয়।