শিরোনাম

লেবাননে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ দিন আগে
ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যেই পূর্ব লেবাননের একটি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী, যার ফলে অন্তত ছয়জন নিহত ও দুইজন আহত হয়েছেন।

শনিবার, পূর্ব বেকা অঞ্চলের জেন্নাতা শহরের নিকটবর্তী শারা এলাকায় ড্রোন হামলা চালানো হয় বলে জানিয়েছে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে যে, তাদের হামলার লক্ষ্যবস্তু হিজবুল্লাহর সদস্যরা ছিল। তারা আরও জানিয়েছে, কৌশলগত অস্ত্র উৎপাদন ও সংরক্ষণের একটি স্থাপনায় হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৭ নভেম্বর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ২৬ জানুয়ারি শেষ হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র এর মেয়াদ বাড়িয়ে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করে। তবে, চুক্তির প্রথম ৬০ দিনের মধ্যে ইসরাইল দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারে দেরি করে। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার দাবি করেছে, লেবানন চুক্তির সব শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে।

এদিকে, ইসরাইল পূর্ব বেকা উপত্যকায় হামলা শুরু করেছে, যা সাধারণত হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এর আগে, ৩১ জানুয়ারি, সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় হিজবুল্লাহর একাধিক স্থানে ইসরাইলি বাহিনী হামলা চালায়, যাতে কমপক্ষে দুইজন নিহত হয়।

হিজবুল্লাহর কর্মকর্তা ইব্রাহিম মুসাভি ওই হামলার নিন্দা জানিয়ে বলেন, এটি স্পষ্ট আগ্রাসন এবং অত্যন্ত বিপজ্জনক। পাশাপাশি, তিনি লেবাননে ইসরাইলি হামলা বন্ধ করার আহ্বান জানান।

সূত্র: আল জাজিরা