শিরোনাম

গাজায় ইসরাইলের বিমান হামলা, নিহত বেড়ে ৩৪২

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৩৪২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। নিহতদের মধ্যে গাজার উত্তরাঞ্চলে প্রাণ হারিয়েছেন ১৫৪ জন।

আলজাজিরার এক প্রতিবেদনে গাজার মেডিকেল সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে। মেডিকেল সূত্রগুলো বলছে, গাজা জুড়ে ইসরাইলি বিমান হামলায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে।

এর আগে, গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্যে জানা গিয়েছিল যে, ইসরাইলি হামলায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

আলজাজিরার সরাসরি সম্প্রচারিত আপডেটে বলা হয়েছে, ইসরাইলি বিমান হামলায় বহু মানুষ আহত হয়েছেন। চলতি বছরের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এটি গাজায় সবচেয়ে বড় আক্রমণ।

আলজাজিরা আরবির প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলে অবস্থিত গাজা সিটিতে ইসরাইলি বিমান হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।

গাজার মধ্যাঞ্চলের আল-দারাজ পাড়ায় অবস্থিত বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল আল-তাবি’ইন স্কুলে ইসরাইলি বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন।

এছাড়া, দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে মাওয়াসি এলাকায় তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষের ওপর ইসরাইলি হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

অন্যদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে যে, আলোচনা ব্যর্থ হওয়ার পর পুনরায় হামলা শুরু করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হামাস যুদ্ধবিরতি সংক্রান্ত মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইসরাইল গাজায় সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রথম ধাপে ছয় সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশে ইসরাইল অসম্মতি জানালে মধ্যস্থতামূলক আলোচনা শুরু হয়।

এদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে যে, তারা গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থা শিন বেইট হামাসের বিভিন্ন অবস্থানে আক্রমণ চালিয়ে যাচ্ছে।