শিরোনাম

ইরানে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ২২৪

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
ছবি : সংগৃহীত

ইসরাইলি বিমান হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৪ জনে। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর এপি বার্তা সংস্থার।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানিয়েছেন, গত ৬৫ ঘণ্টায় ইসরাইলের হামলায় প্রাণ হারিয়েছেন ২৪৪ জন। এক্স (পূর্বের টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি জানান, নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। আহতদের মধ্যে ১,২৭৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, হতাহতের মধ্যে ৯০ শতাংশেরও বেশি সাধারণ নাগরিক।

এপি জানায়, গত ১৩ জুন থেকে ইরানে বিমান হামলা শুরু করে ইসরাইল। এই হামলায় নাতাঞ্জ ও ইসফাহান অঞ্চলের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। পরিস্থিতি মোকাবিলায় বর্তমানে ইরানের বিভিন্ন মসজিদ ও মেট্রো স্টেশনগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, পাল্টা জবাব হিসেবে ইরানও শুক্রবার থেকে ইসরাইলের একাধিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অনেক হতাহত ছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।