ইয়েমেনের রাজধানী সানা এবং একটি বন্দর শহরে ইসরায়েলি বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে, যার ফলে অন্তত ৯ জন নিহত হয়েছেন। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি নিয়ন্ত্রিত মিডিয়ার বরাতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসরায়েলি বাহিনীর দাবি, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে হুতিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এলাকায় এবং ইয়েমেনের অভ্যন্তরে হামলা চালানো হয়।
এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল এমন স্থাপনা, যেগুলো হুতি বাহিনী সামরিক কার্যক্রমের জন্য ব্যবহার করতো।
হুতিদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশনের তথ্যমতে, আস-সালিফে ইসরায়েলি হামলায় সাতজন এবং রাস ইসা তেল স্থাপনায় আরও দুজন নিহত হয়েছেন।
আল মাসিরাহ আরও জানায়, বন্দর শহরে চারটি এবং তেল স্থাপনায় দুটি অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি রাজধানী সানায় দুটি জ্বালানি স্থাপনায় হামলা হয়েছে।
ইয়েমেনের সংবাদ সংস্থা সাবা নিউজ জানায়, হোদেইদাহে ইসরায়েল চারটি অভিযান চালিয়েছে, যার মধ্যে রাস ইসা তেল স্থাপনায় দুটি হামলায় কর্মীরা হতাহত হয়েছেন।
ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, তার বাহিনী হুতিদের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, যার মধ্যে বন্দর ও জ্বালানি স্থাপনা অন্তর্ভুক্ত।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার জবাবেই ইয়েমেনে এই অভিযান চালানো হয়েছে।