শিরোনাম

ট্রাম্পকে অভিনন্দন জানালেন জো বাইডেন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন জো বাইডেন। বুধবার (৬ নভেম্বর) ফোনের মাধ্যমে বাইডেন এই শুভেচ্ছা জানান বলে হোয়াইট হাউজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বাইডেন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে বিজয়ী প্রার্থীর সাথে কথা বলতে আগ্রহী। সেইসাথে তিনি ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণও জানিয়েছেন।

রিপাবলিকান প্রচারণা শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইডেনের ফোন পেয়ে ট্রাম্প আনন্দিত। তিনি খুব শিগগিরই একটি বৈঠকের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন জো বাইডেন।

মার্কিন প্রথা অনুযায়ী, বিদায়ী প্রেসিডেন্ট নবনির্বাচিত প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। তবে ২০২০ সালে জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার পর এই প্রথা অনুসরণ করেননি ট্রাম্প। এমনকি ক্যাপিটল হিলে নতুন প্রশাসনের অভিষেক অনুষ্ঠানে যোগদানও করেননি এবং বাইডেনের শপথ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন ট্রাম্প।

  • usharbani
  • ঊষারবাণী
  • জো বাইডেন
  • ডোনাল্ড ট্রাম্প
  •