যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন বলে জানা গেছে। স্থানীয় সময় রোববার (১৮ মে) তার দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক পরীক্ষায় তার প্রোস্টেটে ক্যান্সারের উপস্থিতি ধরা পড়ে, যা ইতোমধ্যে শরীরের হাড়েও ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহে প্রস্রাবে সমস্যা বেড়ে যাওয়ায় বাইডেন মেডিকেল পরীক্ষা করান। সেখানেই একটি নতুন গাঁটের অস্তিত্ব শনাক্ত হয়। এরপর শুক্রবার চিকিৎসকরা নিশ্চিত করেন, তিনি প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন।
চিকিৎসকদের ভাষ্যমতে, এটি একটি আক্রমণাত্মক ধরনের ক্যান্সার, যার গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫)। তবে ইতিবাচক দিক হলো, এটি হরমোন-সংবেদনশীল, ফলে উপযুক্ত চিকিৎসায় নিয়ন্ত্রণ সম্ভব।
জানা গেছে, বাইডেন ও তার পরিবার বর্তমানে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করছেন বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে। এ বিষয়ে প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র বলেন, প্রকাশিত বিবৃতির বাইরে তারা আর কোনো মন্তব্য করবে না।