শিরোনাম

পুতিনকে হাতি উপহার দিলেন মিয়ানমারের জান্তাপ্রধান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হাতি উপহার দিয়েছেন মিয়ানমারের সামরিক শাসক জেনারেল মিন অং হ্লেইং। মঙ্গলবার (৫ মার্চ) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি মিয়ানমার রাশিয়া থেকে ছয়টি যুদ্ধবিমান কিনেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, জান্তাপ্রধানের এই উপহার রাশিয়া ও মিয়ানমারের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পর্কের প্রতীক হিসেবে দেখা যেতে পারে।

মঙ্গলবার মস্কো সফরে গিয়ে ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠক করেন জেনারেল হ্লেইং। সেই সঙ্গে মিয়ানমারে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেন। বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের সহায়তায় নির্মিত হবে এবং এর উৎপাদনক্ষমতা হবে ১০০ মেগাওয়াট। কেন্দ্রটির নির্মাণ ও পরিচালনার দায়িত্বও পালন করবে রোসাটম।

রাশিয়া ও মিয়ানমারের মধ্যে ২০০০ সালে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির বিষয়ে একটি চুক্তি হয়েছিল। এই প্রসঙ্গ টেনে পুতিন বলেন, “চলতি বছর আমরা আমাদের কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর পূর্তি উদযাপন করছি। মিয়ানমার ও রাশিয়ার বন্ধুত্ব ক্রমেই শক্তিশালী হচ্ছে।”

তিনি আরও জানান, ২০২৪ সালে দুই দেশের বাণিজ্য ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উপহারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে পুতিন বলেন, “বন্ধুত্বের নিদর্শন হিসেবে এই উপহারের জন্য আন্তরিক ধন্যবাদ। হাতিগুলো ইতোমধ্যে মস্কোর চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।”

উল্লেখ্য, মিয়ানমারের সামরিক সরকারের প্রধান মিত্র দেশগুলোর মধ্যে রাশিয়া ও চীনের নাম শীর্ষে রয়েছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির সরকারকে অপসারণের পর জান্তা সরকারকে সমর্থন দিয়েছিল মস্কো। মিয়ানমারের সামরিক বাহিনীর জন্য রাশিয়া অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ।

আগামী ৯ মে রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে মস্কোতে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সেই কুচকাওয়াজে অংশগ্রহণের জন্য মিয়ানমারের সেনাবাহিনীকে আমন্ত্রণ জানিয়েছেন পুতিন, যা জান্তাপ্রধান মিন অং হ্লেইংয়ের মাধ্যমে জানানো হয়েছে।