শিরোনাম

ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জয়ী কমলা হ্যারিস

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : কমলা হ্যারিস

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফলাফল আসতে শুরু করেছে। দেশের বিভিন্ন সংবাদমাধ্যম অঙ্গরাজ্যভিত্তিক ফলাফল প্রকাশ করছে। এতে দেখা যাচ্ছে, ম্যাসাচুসেটসে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জয়লাভ করেছেন, আর ফ্লোরিডায় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৬ নভেম্বর) বিবিসি ও ভয়েস অব আমেরিকা এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, যুক্তরাষ্ট্রের পূর্ব এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের অঙ্গরাজ্যগুলো থেকে ফলাফল আসা অব্যাহত রয়েছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডা, আলাবামা, মিসিসিপি, টেনেসি, সাউথ ক্যারোলাইনা, আরকানসো এবং ওকলাহোমায় জয়লাভ করেছেন। এর আগে তিনি কেন্টাকি, ইন্ডিয়ানা এবং ওয়েস্ট ভার্জিনিয়ায়ও জয়ী হন।

অন্যদিকে, ডেমোক্র্যাট প্রার্থী এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইলিনয়, নিউ জার্সি, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, ডেলাওয়ার এবং কানেকটিকাটে জয়লাভ করেছেন। এর আগে ভারমন্টেও তিনি জয়ী হন।

যুক্তরাষ্ট্রের মোট ৫০টি অঙ্গরাজ্য ও ডিসট্রিক্ট অব কলাম্বিয়ায় ৫৩৮টি ইলেক্টোরাল ভোট রয়েছে। যিনি ২৭০টি ইলেক্টোরাল ভোট পাবেন, তিনিই বিজয়ী হবেন। তবে, পূর্ববর্তী জনমত জরিপ এবং অতীতের নির্বাচনের ভিত্তিতে ৪৩টি অঙ্গরাজ্যের ফল মোটামুটি নির্ধারিত বলে ধারণা করা হচ্ছে।

বাকি সাতটি অঙ্গরাজ্য— জর্জিয়া, উইসকনসিন, মিশিগান, পেন্সিলভানিয়া, অ্যারিজোনা, নেভাদা এবং নর্থ ক্যারোলাইনা— ‘সুইং স্টেট’ হিসেবে পরিচিত। এই রাজ্যগুলোর ৯৩টি ইলেক্টোরাল ভোটের মধ্যে অন্তত চারটি সুইং স্টেটে জয়লাভ করাই প্রার্থীর জয়ের জন্য গুরুত্বপূর্ণ।

  • usharbani
  • ঊষারবাণী
  • কমলা হ্যারিস
  •