শিরোনাম

লেবাননে ইসরায়েলের হামলা, যুক্তরাষ্ট্রকে দুষলেন খামেনি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র লেবাননে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ ও বিমান হামলায় সমর্থন দিচ্ছে। বুধবার তিনি উল্লেখ করেন, ইসরায়েলি শত্রুরা যুদ্ধক্ষেত্রে অত্যাধুনিক অস্ত্র নিয়ে উপস্থিত এবং তাদের পাশে যুক্তরাষ্ট্র দাঁড়িয়ে আছে।

খামেনি আরও বলেন, ‘হিজবুল্লাহর অনেক দক্ষ যোদ্ধা শহীদ হয়েছে, যা অবশ্যই গোষ্ঠীর জন্য একটি ক্ষতি। তবে এটি হিজবুল্লাহকে দুর্বল করবে না।’ তিনি আরও যোগ করেন, “হিজবুল্লাহর সাংগঠনিক ক্ষমতা ও মানবসম্পদ অত্যন্ত শক্তিশালী,” এবং তিনি ঘোষণা করেন, ‘ফিলিস্তিনি ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারাই শেষ পর্যন্ত বিজয়ী হবে।’

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তার সরকার ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে জড়িত দেশগুলোর সঙ্গে আলোচনায় আগ্রহী, কিন্তু যুক্তরাষ্ট্র কোনো সদিচ্ছা দেখাচ্ছে না। মাসুদ আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে ইরানের কোনো আপত্তি নেই।

  • usharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250