ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি জানিয়েছেন, তার দেশ কোনো চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে নত হবে না এবং কঠোর প্রতিরোধ গড়ে তুলবে। আল জাজিরা এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের বরাতে।
খামেনি বলেন, “ইরান জোর করে চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধেই শুধু নয়, জোর করে চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধেও দৃঢ়ভাবে দাঁড়াবে। আমাদের জাতি কখনোই কোনো চাপে মাথা নত করবে না বা কারও কাছে আত্মসমর্পণ করবে না।”
বর্তমানে ইসরায়েল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। এই অভিযানে ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করছে তেল আবিব। ইরানও এসব আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছে এবং পাল্টা হামলা চালাচ্ছে ইসরাইলের ওপর।
এই পরিস্থিতির মধ্যেই বুধবার (১৮ জুন) বিকেলে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে খামেনি বলেন, “যারা ইরান ও আমাদের ইতিহাস সম্পর্কে জানে, তারা জানে আমরা হুমকির ভাষায় সাড়া দিই না। আর আমেরিকানদের জানা উচিত—যদি তারা সামরিক হস্তক্ষেপে যায়, তার পরিণতি হবে ভয়াবহ ও অপূরণীয়।”
তিনি আরও বলেন, “ইরানে হামলা চালিয়ে ইসরায়েল বড় ভুল করেছে। এই ভুলের পরিণতি তাদের ভোগ করতেই হবে।”