শিরোনাম

এবার নৌবাহিনী শক্তিশালী করাতে জোর দিচ্ছেন কিম

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

উত্তর কোরিয়ার নৌবহরে শিগগিরই বৃহত্তম যুদ্ধজাহাজ ও সাবমেরিন যুক্ত হতে যাচ্ছে। এসব জাহাজের নোঙর ও চলাচলের জন্য একটি নৌ ঘাঁটি নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন।

শনিবার (৭ সেপ্টেম্বর) এক নৌ ঘাঁটি নির্মাণ কেন্দ্র পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ রবিবার এ তথ্য জানিয়েছে। কিম বলেছেন, বন্দর রক্ষার জন্য বিমান-বিধ্বংসী ও উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পদক্ষেপও নেওয়া হচ্ছে। তবে, কোথায় নৌ ঘাঁটিটি নির্মাণ করা হচ্ছে তা প্রকাশ করা হয়নি।

কিম আরও বলেন, নৌবহরের সম্প্রসারণের জন্য নৌ ঘাঁটি তৈরি হচ্ছে, যাতে বৃহত্তম যুদ্ধজাহাজ ও সাবমেরিনগুলোর কার্যক্রম পরিচালিত হতে পারে। এর আগে, তিনি একটি শিপইয়ার্ড পরিদর্শন করে জাহাজ নির্মাণ প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর নির্দেশ দেন। এছাড়াও তিনি একটি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানের পরিদর্শন করেন এবং যুদ্ধাস্ত্র উৎপাদনকে আরও বৈজ্ঞানিক ও আধুনিকীকরণ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

অন্যদিকে, উত্তর কোরিয়ার এসব সামরিক পদক্ষেপকে শত্রুতামূলক বলে আখ্যায়িত করেছে দক্ষিণ কোরিয়া। তারা বলছে, এগুলো আঞ্চলিক স্থিতিশীলতাকে ব্যাহত করছে এবং পারমাণবিক সংঘর্ষের ঝুঁকি বাড়াচ্ছে। এছাড়া, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়া রোববার টানা পঞ্চম দিনের মতো দক্ষিণ কোরিয়ার দিকে ময়লা ভর্তি বেলুন পাঠিয়েছে।