ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননও ফিলিস্তিনের গাজার মতো ধ্বংসের সম্মুখীন হতে পারে। মঙ্গলবার (৮ অক্টোবর) লেবাননের জনগণের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ সতর্কতা দেন। তিনি বলেন, “হিজবুল্লাহর সদ্য প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর উত্তরসূরি এবং তারও উত্তরসূরিকে ইসরাইল হত্যা করেছে।” খবর আলজাজিরার।
নেতানিয়াহু দাবি করেন, হিজবুল্লাহ অতীতে যতটা দুর্বল ছিল, এখন তার চেয়েও বেশি দুর্বল। গাজার প্রসঙ্গ তুলে ধরে তিনি লেবাননের জনগণকে আহ্বান জানিয়ে বলেন, “লেবাননকে গাজার মতো ধ্বংসের মুখোমুখি হওয়ার আগে বাঁচানোর সুযোগ রয়েছে। হিজবুল্লাহকে মুক্ত করুন, যাতে করে যুদ্ধের অবসান হয়।”
তবে হিজবুল্লাহ এই মন্তব্যের বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ইসরাইলি সেনাবাহিনী এর আগে দাবি করেছিল, তারা বৈরুতে এক বিমান হামলায় শীর্ষ হিজবুল্লাহ কমান্ডার হাশেম সাফিউদ্দীনকে হত্যা করেছে। সাফিউদ্দীনকে হাসান নাসরুল্লাহর পর হিজবুল্লাহপ্রধান হিসেবে দেখা হচ্ছিল, তবে তার ভাগ্য এখনও নিশ্চিত নয়।
সম্প্রতি লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলের ভয়াবহ বিমান হামলা ও স্থল অভিযান চলছে। নেতানিয়াহুর বাহিনী চলতি মাসের প্রথম দিন থেকে স্থল অভিযানে অংশ নেয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।