শিরোনাম

ইসরাইলে লাউড স্পিকারে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ দিন আগে
ছবি : সংগৃহীত

ইসরায়েলে মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী এবং কট্টর ডানপন্থি নেতা ইতামার বেন গিভির এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দিয়েছেন। বিষয়টি জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

বলেন গিভির জানিয়েছেন, কোনো মসজিদে স্পিকারের ব্যবহার নজরে এলে পুলিশ সেখানে প্রবেশ করতে পারবে এবং সেই স্পিকার জব্দ করতে পারবে। এ বিষয়ে এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “এই নীতিমালা চালু করতে পেরে আমি গর্বিত। এটি মসজিদ থেকে অযথা শব্দ দূর করবে, যা ইসরায়েলের নাগরিকদের জন্য সমস্যার কারণ হয়ে উঠেছে।”

তবে এই নিষেধাজ্ঞার ব্যাপারে সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতারা। লেবার পার্টির নেতা গিলাদ কারিভ এক্সে লিখেছেন, “বেন গিভির ইসরায়েলের নিরাপত্তা হুমকির মুখে ফেলছেন। তিনি সহিংস পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত থামবেন না।”

হাদেস-তা’আলের নেতা আহমেদ তিবিও এই নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “বেন গিভির আরব বিদ্বেষ এবং নিপীড়নের ওপর ভিত্তি করে তার অবস্থান তৈরি করেছেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই উসকানিমূলক মন্ত্রীর কর্মকাণ্ডের জন্য সম্পূর্ণ দায়ী।”

  • usharbani
  • ইসরাইল
  • ঊষারবাণী
  • মসজিদ
  •