শিরোনাম

এক্সে বড় ধরনের সাইবার হামলা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। জানা গেছে, হ্যাকার গ্রুপ ‘ডার্ক স্টর্ম টিম’ এ হামলার দায় স্বীকার করেছে।

সোমবার (১০ মার্চ) এক্সের সার্ভারে একাধিকবার বিভ্রাট দেখা দেয়, যার ফলে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটি ব্যবহারে সমস্যার সম্মুখীন হন। অনেক ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতেও ব্যর্থ হন।

এই ঘটনার পর ইলন মাস্ক দ্রুত এক বিবৃতিতে জানান, ‘এক্স বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে এবং এখনও সেই আক্রমণ চলছে। প্রতিদিনই এক্সের বিরুদ্ধে সাইবার আক্রমণ চালানো হয়, তবে এবার এটি বৃহৎ পরিসরে সংগঠিত হয়েছে। এটি ভয়ংকর এক সাইবার অপরাধী গোষ্ঠীর কাজ। এর সঙ্গে কোনো দেশ জড়িত কিনা, তা যাচাই করা হচ্ছে।’

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, মাস্কের প্রতিক্রিয়ার পর হ্যাকার গ্রুপ ‘ডার্ক স্টর্ম টিম’ টেলিগ্রামে এক্সের ওপর সাইবার হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, এক্সের সার্ভারকে ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস (ডিডিওএস) আক্রমণের মাধ্যমে অকার্যকর করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভারত থেকে প্রায় ২ হাজার, যুক্তরাষ্ট্র থেকে ১৮ হাজার এবং যুক্তরাজ্য থেকে প্রায় ১০ হাজার ব্যবহারকারী এক্স সার্ভারের বিভ্রাটের অভিযোগ করেছেন।

এছাড়া, প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ফেব্রুয়ারিতে এই হ্যাকার গ্রুপটি অন্যান্য গোষ্ঠীর সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের সার্ভারে ডিডিওএস হামলা চালিয়েছিল। একই বছর অক্টোবরে, তারা নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের সার্ভারও সাময়িকভাবে বিকল করে দেয়।