শিরোনাম

যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আরোপিত নিষেধাজ্ঞা কোনো সংকটের সমাধান করবে না, বরং এটি নতুন সমস্যা সৃষ্টি করবে। বুধবার (১১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

তিনি আবারও জোর দিয়ে বলেন, ইরান রাশিয়াকে কোনো ব্যালেস্টিক মিসাইল সরবরাহ করেনি। যুক্তরাষ্ট্র ও ইউরোপের তিন দেশের গোয়েন্দা তথ্যকে ত্রুটিপূর্ণ ও ভিত্তিহীন বলে অভিহিত করেন তিনি।

সম্প্রতি ইরানের বিরুদ্ধে রাশিয়াকে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ তোলে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। পেন্টাগনের দাবি, তেহরান মস্কোকে “ফাথ থ্রি সিক্সটি” মিসাইল সরবরাহ করেছে, যা শিগগিরই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হবে। এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে।

তবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। রাশিয়াও মিসাইল পাওয়ার অভিযোগ অস্বীকার করেছে।