শিরোনাম

মেক্সিকোতে তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষে নিহত ২১

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
ছবি : সংগৃহীত

মেক্সিকোর ওআহাকা এবং পুয়েবলা রাজ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বুধবার (১৪ মে) একটি হাইওয়েতে এ দুর্ঘটনাটি ঘটে।

পুয়েবলার স্বরাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল আগুইলার সামাজিক মাধ্যমে জানান, তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে।

মেক্সিকোর স্থানীয় সংবাদমাধ্যম লা জর্নাদা জানিয়েছে, সিমেন্ট বোঝাই একটি ট্রাক অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর পরপরই একটি ভ্যানও দুর্ঘটনায় জড়িয়ে পড়ে।

প্রতিবেদনে আরও বলা হয়, সংঘর্ষের পর ট্রাকটিতে আগুন ধরে যায় এবং ধোঁয়ায় চারপাশ ছেয়ে যায়।

এছাড়া, মেক্সিকোর প্রত্যন্ত অঞ্চলে সাম্প্রতিক সময়ে আরও কিছু সড়ক দুর্ঘটনা ঘটেছে। গত মার্চ মাসেই ওআহাকায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়ে ১১ জন নিহত হন। এর আগে, ২০২৩ সালে দক্ষিণাঞ্চলের আরেকটি বাস দুর্ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়।