ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি ঝাড়খণ্ডে এক জনসভায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস ও আরজেডি দলগুলো অনুপ্রবেশকারীদের সমর্থন করছে। এসব দলের লক্ষ্য অনুপ্রবেশকারীদের ভোট পেতে তাদের রাজ্যের বিভিন্ন জায়গায় বসবাসের সুযোগ করে দেওয়া।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে সোমবার (৪ নভেম্বর) প্রকাশিত এই বক্তব্যে মোদি আরও বলেন, বর্তমান পরিস্থিতি এমন যে ধর্মীয় উৎসবগুলোকেও বাধাগ্রস্ত করা হচ্ছে। উদাহরণস্বরূপ তিনি বলেন, “সরস্বতী বন্দনার ওপর নিষেধাজ্ঞা জারি হচ্ছে, উৎসবের সময় পাথর ছোঁড়া হচ্ছে, এমনকি দুর্গা মাকেও আটকে দেওয়া হচ্ছে এবং কারফিউ জারি করা হচ্ছে। এই পরিস্থিতিতে বোঝা যায় বিপদ কতটা গভীর। মেয়েদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, যা পরিস্থিতির ভয়াবহতা প্রকাশ করে।”
তিনি আরও জানান, অনুপ্রবেশের বিষয়টি যখন আদালতে তোলা হয়, তখন প্রশাসন তা অস্বীকার করে। এর মাধ্যমে বোঝা যায়, সরকার ব্যবস্থায়ও অনুপ্রবেশকারীদের প্রভাব ছড়িয়ে পড়েছে।
এর আগে গত রোববার ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারণায় গিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব হয়নি, কারণ স্থানীয় প্রশাসনই অনুপ্রবেশকে উৎসাহিত করছে। তিনি আরও বলেন, ঝাড়খণ্ডেও একই পরিস্থিতি বিরাজমান, যেখানে স্থানীয় প্রশাসনের কারণে অনুপ্রবেশ বন্ধ হচ্ছে না এবং অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে।