ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে আটক বন্দিদের মুক্তির জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, যারা এই বন্দিদের মুক্ত করতে সাহায্য করবে, তাদের গাজা ছাড়ার জন্য নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ইসরাইলি প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত সফরে গাজা পরিদর্শন করেন এবং সেখানে এই পুরস্কার ঘোষণা করেন, আলজাজিরার প্রতিবেদনে জানা গেছে।
এ সময় নেতানিয়াহু বলেন, যুদ্ধ শেষ হলেও হামাস আর কখনও গাজায় শাসন করবে না, কারণ ইসরাইলি বাহিনী হামাসের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তিনি জানান, যেসব ব্যক্তি যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা ছাড়তে চান, তারা যদি বন্দিদের আমাদের কাছে এনে দেয়, তবে তাদের এবং তাদের পরিবারের জন্য নিরাপদে গাজা থেকে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। প্রতিটি জিম্মির জন্য ৫০ লাখ ডলার দেওয়া হবে।
নেতানিয়াহু আরও বলেন, এটা আপনার পছন্দ, তবে ফলাফল একই হবে। আমরা তাদের সবাইকে ফিরিয়ে আনব।
ইসরাইলের তথ্য অনুযায়ী, গাজায় এখনও হামাসের হাতে ১০১ জন বন্দি রয়েছে, যদিও তাদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ ইতোমধ্যে মারা গেছে বলে তারা ধারণা করছে।
এই ঘোষণাটি এমন একটি সময় দেওয়া হল যখন ইসরাইলের জিম্মি পরিবারের সদস্যরা এবং তাদের সমর্থকরা সমগ্র দেশে বিক্ষোভ করছে। বিক্ষোভকারীরা দাবি করছে, নেতানিয়াহু যেন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছান, যাতে তাদের প্রিয়জনেরা মুক্তি পায়।