শিরোনাম

ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা নেতানিয়াহুর

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

১ অক্টোবর ইরান ইসরাইলকে লক্ষ্য করে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার প্রতিশোধ হিসেবে ইসরাইল পাল্টা হামলার ঘোষণা দিয়েছে। শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেন, “সম্প্রতি ইরান ইসরাইলের ওপর যে মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তা কোনো দেশ মেনে নেবে না। নিজেদের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধু আমাদের অধিকারই নয়, এটি ইসরাইলের দায়িত্ব। সেই দায়িত্ব আমরা নিশ্চিতভাবেই পালন করব।”

এর আগে, ইরানের সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের লক্ষ্যে ৩০ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে ইসরাইলের স্থল বাহিনী। এই অভিযান শুরুর পরপরই ১ অক্টোবর সন্ধ্যায় ইসরাইলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) একের পর এক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে।

আইআরজিসি ১ অক্টোবর সন্ধ্যা থেকে ২ অক্টোবর ভোর পর্যন্ত প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আঘাত হানার আগেই ধ্বংস করতে সক্ষম হয়, তবে এই ঘটনার পর থেকে গুঞ্জন উঠতে থাকে যে ইসরাইল পাল্টা আক্রমণ চালাতে পারে। অবশেষে, শনিবারের ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন।

  • usharbani
  • ইরান
  • ইসরাইল
  • ঊষারবাণী
  •