শিরোনাম

হজ ও ওমরাহ পালনে নতুন নির্দেশনা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

সৌদি আরব হজ ও ওমরাহ পালন নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে, যা ২০২৫ সালে কার্যকর হবে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, যাদের বয়স ৬৫ বছরের বেশি এবং যারা গুরুতর অসুস্থ, যেমন- হৃদরোগ, কিডনি সমস্যা, শ্বাসজনিত জটিলতা, ডায়াবেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা, ক্যানসার আক্রান্ত, খুবই অসুস্থ, অন্তঃসত্ত্বা নারী এবং ১২ বছরের কম বয়সী শিশুদের হজ ও ওমরাহর পরিকল্পনা থেকে বিরত থাকতে হবে। খবর খালিজ টাইমস।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ২০২৫ সালে হজ গ্রীষ্মের প্রচণ্ড রোদ ও তাপমাত্রায় অনুষ্ঠিত হবে, তাই শুধুমাত্র শারীরিকভাবে সুস্থরাই হজ পালনের জন্য আসার পরামর্শ দেওয়া হচ্ছে।

এ বছরের হজে অংশ নিয়ে প্রায় ১,৩০০ হাজি মারা গেছেন, যাদের বেশিরভাগই তীব্র গরমে হাঁটার কারণে প্রাণ হারিয়েছেন।

  • usharbani
  • ঊষারবাণী
  •