শিরোনাম

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনই মন্তব্য নয়: ভারত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ দিন আগে
ছবি : সংগৃহীত

শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে বাংলাদেশের পাঠানো চিঠি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে ভারত। তবে এ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নয় দেশটি। সোমবার (২৩ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ঢাকার পক্ষ থেকে এ সংক্রান্ত একটি কূটনৈতিক পত্র তাদের কাছে এসেছে।

রণধীর জয়সওয়াল বলেন, সোমবার বাংলাদেশ হাইকমিশন থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে একটি ভারবাল নোট পেয়েছি। তবে এ মুহূর্তে আমরা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে পারছি না।

এর আগে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক পত্র পাঠায় বাংলাদেশ। এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি জানান, “ভারতকে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি যে, শেখ হাসিনাকে বিচারিক কার্যক্রমের জন্য ফেরত চাওয়া হয়েছে। কূটনৈতিক পত্রের (নোট ভারবাল) মাধ্যমে এটি জানানো হয়েছে।”

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের পর গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন এবং সেই থেকে তিনি সেখানে অবস্থান করছেন। এদিকে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় তার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা দায়ের হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগও উঠেছে।