শিরোনাম

গাজায় গমের একটি দানাও ঢুকবে না : ইসরাইল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে
ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল টানা হামলা চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি অঞ্চলটিতে কঠোর অবরোধও অব্যাহত রেখেছে তেলআভিভ সরকার, যার ফলে সেখানে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট।

এই পরিস্থিতির মধ্যে সোমবার (৭ এপ্রিল) ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ঘোষণা দেন, গাজার ভেতরে গমের একটিও দানা ঢুকতে দেওয়া হবে না।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি পত্রিকা ইয়েদিওথ আহরোনোথে প্রকাশিত বিবৃতিতে স্মোট্রিচ স্পষ্টভাবে বলেন, “গাজায় গমের একটি দানাও প্রবেশ করতে পারবে না।”

স্থানীয় প্রশাসন ও মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে ইসরায়েল গাজার সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে রেখেছে। এর ফলে ত্রাণ, ওষুধ এবং অন্যান্য মানবিক সহায়তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যা গাজায় নজিরবিহীন মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে।

এই অবরোধ মূলত গাজায় নতুন করে চালানো ইসরায়েলি সামরিক অভিযানের অংশ হিসেবেই আরোপ করা হয়েছে। ১৮ মার্চ শুরু হওয়া এই নতুন দফার বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় ১,৪০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩,৪০০-এর বেশি মানুষ। এই হামলা চলতি বছরের জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিও লঙ্ঘন করেছে।

অর্থমন্ত্রী স্মোট্রিচ আরও জানান, ইসরায়েলি বন্দিদের ফিরিয়ে আনার চেয়ে হামাসকে পরাজিত করাকেই তিনি অগ্রাধিকার দিচ্ছেন।

এদিকে, গত সপ্তাহে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় সামরিক অভিযানের মাত্রা আরও বাড়ানোর ঘোষণা দেন। পাশাপাশি গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টাও চলমান রয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বর্বর হামলায় এ পর্যন্ত গাজায় ৫০ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

Krishibid Group Real Estate-ads