গত কয়েক মাস ধরে পাকিস্তান ও আফগানিস্তানের নীতিনির্ধারকদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় এবং পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে চলেছে। এবার পাক-আফগান সীমান্তে তালেবানের দুই কমান্ডারসহ ৮ জন আফগান সৈন্য নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
পাকিস্তান সরকার দাবি করেছে, তালেবানরা পাকিস্তানের ভূখণ্ডে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে এবং বর্তমানে তারা আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা বাহিনীর ওপর সরাসরি হামলা চালাচ্ছে।
এদিকে, দ্য ডনের এক খবরে বলা হয়েছে, শনিবার সকালে পাক-আফগান সীমান্তের পালোসিন এলাকায় আফগান সৈন্যরা ভারী অস্ত্র ব্যবহার করে পাকিস্তানি চেকপোস্টে আক্রমণ চালায়। এর জবাবে পাকিস্তানি বাহিনী পাল্টা গুলিবর্ষণ করলে ৮ আফগান সৈন্য নিহত এবং আরও ১৬ জন আহত হন। নিহতদের মধ্যে খলিল ও জান মুহাম্মদ নামের দুই কমান্ডারও ছিলেন।
তবে পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি বলে জানিয়েছে ডন।
উল্লেখ্য, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রায় ১,৬৪০ মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে। তালেবান ক্ষমতায় আসার পর থেকে সীমান্ত এলাকায় দুই দেশের সৈন্যদের মধ্যে গোলাগুলির ঘটনা নিয়মিত ঘটছে।