পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছেন, ভারতের সামরিক শক্তি কিংবা আধুনিক প্রযুক্তি নিয়ে পাকিস্তান ভীত নয়। তিনি আরও জানান, কাশ্মীরের জন্য প্রয়োজন হলে পাকিস্তান ১০টি যুদ্ধ করতেও প্রস্তুত।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মুজাফফরাবাদে প্রবীণ ও সাধারণ নাগরিকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় পাক সেনাপ্রধান বলেন, “যদিও জাতির সামনে কিছু অস্থায়ী চ্যালেঞ্জ রয়েছে, তবু পাকিস্তান ভারতীয় রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে কাশ্মীরের জনগণের ন্যায্য ও বৈধ দাবির পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াবে।”
তিনি আরও বলেন, “পাকিস্তান ইতোমধ্যে কাশ্মীরের জন্য তিনটি যুদ্ধ করেছে, এবং যদি আরও ১০টি যুদ্ধ করতে হয়, তবে সেটিও করতে প্রস্তুত। আমরা ভারতের সামরিক শক্তি বা প্রযুক্তিকে ভয় পাই না।”
কাশ্মীরকে পাকিস্তানের “শিরা” হিসেবে উল্লেখ করে আসিম মুনির বলেন, “শিরা কেটে গেলে মানুষ মারা যায়। কাশ্মীর আমাদের অস্তিত্বের অংশ। নিঃসন্দেহে একদিন কাশ্মীর স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে।”
এছাড়া, পাকিস্তানকে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবেও অভিহিত করেন দেশটির সেনাপ্রধান।