পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু সেনানিবাসে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩০ জন।
মঙ্গলবার ইফতারের পর ওই সামরিক স্থাপনায় এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বান্নু শহরের সেনানিবাসের প্রাচীরে বিস্ফোরক বোঝাই দুটি গাড়ি নিয়ে হামলা চালানো হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
স্থানীয় সংবাদমাধ্যম ডন জানায়, উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করেছে এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু ও তিন নারী রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরক ভর্তি দুটি গাড়ি সেনানিবাসের দেয়ালে আঘাত হানে। এক সেনা কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে, জানিয়েছেন যে জঙ্গিরা দুটি গাড়ি ব্যবহার করে হামলার চেষ্টা করলেও সেনাবাহিনী তা প্রতিহত করতে সক্ষম হয়। বিস্ফোরণের পর উভয়পক্ষের গোলাগুলিতে ছয় জঙ্গি নিহত হয়েছে।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে আফগান সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানি তালিবান (টিটিপি) বিভিন্ন সামরিক ও পুলিশ স্থাপনায় হামলা চালিয়ে আসছে বলে জানা গেছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলায় নিহত সেনা সদস্যদের প্রতি শোক প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে অভিযানে টিটিপির ছয় জঙ্গি নিহত হয়েছে।