শিরোনাম

ইসরাইলের বর্বরোচিত হামলায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক সহিংস আক্রমণে আরও ৮১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে উত্তর গাজায় মধ্যরাতের পর চালানো তীব্র হামলায় নিহত হয়েছেন অন্তত ৫১ জন।

দক্ষিণ গাজার দুটি হাসপাতালে চালানো পৃথক হামলায় নিহত হয়েছেন আরও ৩০ জন। আলজাজিরা জানিয়েছে, হাসপাতালগুলোর ওপর হামলার কিছু ঘণ্টা পরই উত্তর গাজায় এই ভয়াবহ অভিযান চালায় ইসরাইলি বাহিনী।

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইল মধ্যরাত থেকে গাজায় হামলা আরও জোরদার করেছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বরাতে জানা গেছে, উত্তর গাজায় ৪৫ জনসহ মোট ৫১ জনকে হত্যা করা হয়েছে।

আলজাজিরা আরও জানায়, দক্ষিণ গাজার ইউরোপীয় ও নাসের হাসপাতাল লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে কমপক্ষে ৩০ জনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এই হামলায় নিহতদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন, যিনি সেসময় চিকিৎসার জন্য হাসপাতালে অবস্থান করছিলেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫২ হাজার ৯০৮ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও এক লাখ ১৯ হাজার ৭২১ জন।

দীর্ঘ ১৫ মাসের সামরিক অভিযানের পর আন্তর্জাতিক চাপ এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১৯ জানুয়ারি একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরাইল। এই চুক্তির পর প্রায় দুই মাস গাজায় তুলনামূলক শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করলেও হামাসের সঙ্গে মতপার্থক্যের জেরে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ফের বিমান হামলা শুরু করে ইসরাইল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন হামলায় এখন পর্যন্ত দুই হাজার ৭৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও প্রায় সাত হাজার ৭০০ জন আহত হয়েছেন।

এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে বলে আন্তর্জাতিক মহল মনে করছে।

জাতিসংঘ জানিয়েছে, চলমান সহিংসতায় গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছেন এবং অঞ্চলটির বেশিরভাগ অবকাঠামো সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে।