শিরোনাম

যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর প্লেন বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে আরোহীদের সবাই নিহত হয়েছেন। তবে ঠিক কতজন আরোহী ছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মিনেসোটা অঙ্গরাজ্যের একটি আবাসিক এলাকায় বিমানটি দুর্ঘটনার শিকার হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে রোববার (৩০ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।

শনিবার মার্কিন কর্মকর্তারা জানান, আইওয়া থেকে মিনেসোটাগামী একটি ছোট বিমান শহরতলির একটি বাড়ির ওপর আছড়ে পড়ে, এতে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, স্থানীয় সময় দুপুর ১২:২০ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং পরে মিনেসোটার ব্রুকলিন পার্ক এলাকার একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়।

তদন্তকারীরা এখনো নিশ্চিত করতে পারেননি, ঠিক কতজন আরোহী বিমানটিতে ছিলেন। তবে ব্রুকলিন পার্ক ফায়ার সার্ভিসের প্রধান শন কনওয়ে জানিয়েছেন, বিমানে থাকা কেউই জীবিত নেই। তবে বিধ্বস্ত হওয়া বাড়ির ভেতরে থাকা কেউ হতাহত হননি।

জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। সংস্থাটি জানিয়েছে, রোববার তাদের একটি দল ঘটনাস্থলে উপস্থিত থাকবে এবং তদন্ত প্রক্রিয়া শুরু করবে।

এক বিবৃতিতে এনটিএসবি জানিয়েছে, “আমাদের দল ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি পর্যালোচনা করবে এবং বিমানটির বিভিন্ন অংশ পরীক্ষা করবে। এরপর আরও বিশদ মূল্যায়নের জন্য বিমানটিকে একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হবে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত বাড়িটি আগুনে পুড়ে গেছে এবং স্থানীয় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।