শিরোনাম

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে ২০ জনের প্রাণহানি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলে টর্নেডোর ভয়াবহ আঘাতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মিসৌরি অঙ্গরাজ্যে প্রাণ হারিয়েছেন ১১ জন।

শনিবার (১৫ মার্চ) দেশটির কর্তৃপক্ষ টর্নেডোর কারণে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে।

জাতীয় আবহাওয়া কেন্দ্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অন্তত ২৬টি টর্নেডো আঘাত হেনেছে। আরকানসাস, ইলিনয়, মিসিসিপি এবং মিসৌরির কিছু এলাকায় প্রবল বজ্রপাতসহ তীব্র ঝড় বয়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক পোস্টে মিসৌরি স্টেট হাইওয়ে প্যাট্রোল জানিয়েছে, টেক্সাস ও ওকলাহোমা অঙ্গরাজ্যেও বিধ্বংসী ঝড় আঘাত হেনেছে। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই রাজ্যে ১০০টিরও বেশি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। টর্নেডোর তীব্রতায় রাস্তায় চলন্ত বেশ কয়েকটি ট্রাক উল্টে গেছে।

ঝড় ও টর্নেডোর কারণে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মিসৌরির বাসিন্দারা তাদের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন।

এদিকে, মিসৌরি ও টেনেসিতে বজ্রপাত ও প্রবল বাতাসের পূর্বাভাস থাকায় নতুন করে টর্নেডোর আশঙ্কা করা হচ্ছে, ফলে সেখানে সতর্কতা জারি করা হয়েছে।

জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি স্থানীয় বাসিন্দাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন, যাতে ঝড়ের ভয়াবহতা বেড়ে গেলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া সম্ভব হয়।

স্থানীয় টহল দল ও উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্তদের সহায়তা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।