শিরোনাম

ইমরানের মুক্তির দাবিতে এবার পিটিআইয়ের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

ব্যাপক ধরপাকড়, পুলিশি তল্লাশি ও শীর্ষ নেতাদের আত্মগোপনের মধ্যেই গতকাল ৮ আগস্ট ইসলামাবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সমাবেশ থেকে দলের প্রতিষ্ঠাতা ও বন্দি ইমরান খানের মুক্তির দাবিতে দুই সপ্তাহের আল্টিমেটাম ঘোষণা করেছে পিটিআই।

রোববার জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়, সাংজানি এলাকায় অনুষ্ঠিত সমাবেশে পিটিআই সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন খাইবার পাখতুনখোয়া (কেপি) মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর। তিনি বলেন, “ইমরান খানকে যদি দুই সপ্তাহের মধ্যে মুক্তি না দেওয়া হয়, তাহলে আমরা নিজেদের উদ্যোগে তাকে মুক্ত করব। প্রয়োজনে আমি প্রথমে বুলেটের সামনে বুক পেতে দেব।”

পিটিআই নেতা হাম্মাদ আজহার দাবি করেন, সরকার ইমরান খান ও তার সমর্থকদের ভয় পায় বলেই তারা সমাবেশে বাধা দিচ্ছে। তিনি পাঞ্জাবে আন্দোলনের ইঙ্গিত দেন এবং দলীয় কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। শের আফজাল মারওয়াত বলেন, পাঞ্জাবে সমাবেশ করে তারা ইমরানের মুক্তির দাবি তুলবেন এবং খাইবার পাখতুনখোয়া থেকে ৫০ হাজার সমর্থক নিয়ে পাঞ্জাবে প্রবেশ করবেন।

ইমরান খান আদিয়ালা কারাগার থেকে সমর্থকদের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কঠোর নিরাপত্তা সত্ত্বেও সমাবেশে ব্যাপক লোক সমাগম হয়।

পাকিস্তান সরকার সমাবেশ ঠেকাতে শান্তিপূর্ণ সমাবেশ ও পাবলিক অর্ডার বিল-২০২৪ নামে নতুন আইন পাস করলেও ইমরানের সমর্থকদের পিছিয়ে দেওয়া যায়নি। এটিকে পিটিআইয়ের অন্যতম বড় সমাবেশ হিসেবে গণ্য করা হচ্ছে।

১৯৯৬ সালে ‘নয়া পাকিস্তান’-এর স্লোগান নিয়ে ইমরান খান ক্রিকেট তারকা থেকে পিটিআই নেতা হিসেবে আবির্ভূত হন এবং ২০১৮ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন তিনি। বর্তমানে তিনি একাধিক মামলায় কারাবন্দি রয়েছেন।

  • usharbani
  • ঊষারবাণী
  •