শিরোনাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কে রাজি প্রেসিডেন্ট পুতিন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়তে প্রস্তুত রাশিয়া: পুতিনের বার্তা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি সুসম্পর্ক চায়, তবে রাশিয়াও সম্পর্ক উন্নয়নে আগ্রহী। ব্রিকস সম্মেলনের সমাপনী ভাষণে তিনি এ মন্তব্য করেন, উল্লেখ করে বলেন যে সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর।

পুতিনের মতে, রাশিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন হবে তা মূলত নির্ভর করছে যুক্তরাষ্ট্রের আচরণের ওপর। তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর তারা যদি সম্পর্ক উন্নত করতে চায়, রাশিয়াও তাতে ইতিবাচকভাবে সাড়া দেবে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ওয়াশিংটন-মস্কো সম্পর্কের অবনতি ঘটে। মার্কিন বিচার মন্ত্রণালয় সম্প্রতি রাশিয়ার সরকারি মিডিয়া নেটওয়ার্কের দুই কর্মীর বিরুদ্ধে জনমত প্রভাবিত করার অভিযোগ তোলে।

ব্রিকস সম্মেলনে ৩৬টি দেশের প্রতিনিধি যোগ দেন, যেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি এই জোটের আর্থিক বিকল্প হিসেবে দাঁড়ানোর প্রচেষ্টাকে তুলে ধরেছে।

সাংবাদিক সম্মেলনে পুতিনকে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ট্রাম্পের ইউক্রেন সংঘাতের অবসানে প্রচেষ্টা স্বাগত। এর মাধ্যমে তার সদিচ্ছা প্রকাশ পেয়েছে।”

জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরেস রাশিয়া সফরে গিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এই দুই বছরে তাদের প্রথম সাক্ষাতে গুতেরেস আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাব মেনে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান। জাতিসংঘের মুখপাত্র ইউক্রেন যুদ্ধকে জাতিসংঘের চার্টার বিরোধী বলে অভিহিত করেছেন। গুতেরেসের সফরে ইউক্রেন অসন্তুষ্টি প্রকাশ করে জানায়, এই পদক্ষেপ শান্তি প্রক্রিয়ায় সহায়ক হবে না।

  • পুতিন
  • রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  •