শিরোনাম

যুদ্ধের জন্য রেকর্ড বাজেট বরাদ্দ দিলেন পুতিন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ দিন আগে
ছবি : সংগৃহীত

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এখন আড়াই বছরেরও বেশি সময় ধরে চলছে। এই যুদ্ধের জন্য সামরিক প্রস্তুতি আরও বাড়াতে রেকর্ড পরিমাণ বাজেট ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রোববার (১ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ২০২৫ সালের জন্য মোট বাজেটের এক-তৃতীয়াংশ সামরিক খাতে বরাদ্দ রেখেছেন পুতিন। জাতীয় প্রতিরক্ষার জন্য রাশিয়া এবার বরাদ্দ করেছে ১২ হাজার ৬০০ কোটি ডলার, যা মোট বাজেটের ৩২.৫ শতাংশ। এই বরাদ্দ গত বছরের তুলনায় প্রায় ২ হাজার ৮০০ কোটি ডলার বেশি। ইতোমধ্যে রাশিয়ার সংসদের দুই কক্ষেই এই বাজেট অনুমোদন পেয়েছে।

দীর্ঘ এই যুদ্ধের ফলে উভয় পক্ষই ব্যাপক পরিমাণে গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্কসহ নানা যুদ্ধাস্ত্র ব্যবহার করছে। সেনাদের খাবার, চিকিৎসা ও পোশাক সরবরাহ করতেও বিপুল অর্থ ব্যয় হচ্ছে। এর পাশাপাশি, আধুনিক প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম তৈরিতে খরচও কম নয়।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘায়িত হবে ধরে নিয়েই রাশিয়া প্রতিরক্ষা খাতে বাজেট বাড়িয়েছে। ইউক্রেনের তুলনায় রাশিয়া সামরিক শক্তিতে এগিয়ে রয়েছে। অত্যাধুনিক যুদ্ধাস্ত্র এবং বিশাল সেনাবাহিনী তাদের শক্তিকে আরও বাড়িয়ে তুলেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এর পরের বছর রাশিয়ার সামরিক খাতে ব্যয় ২৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ১০ হাজার ৯০০ কোটি ডলারে। রাশিয়ার অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতি নেই। তবে সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধের প্রভাব অর্থনীতি ও জনজীবনে চাপ বাড়াচ্ছে। এর ফলেই নতুন করে সামরিক খাতে বিশাল অঙ্কের বাজেট বরাদ্দ করতে বাধ্য হচ্ছে রাশিয়া।

  • usharbani
  • ঊষারবাণী
  • রাশিয়া
  •