শিরোনাম

কাজানে ড্রোন হামলায় ইউক্রেন ধ্বংসের ঘোষণা পুতিনের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ দিন আগে
ফাইল ছবি

রাশিয়ার কাজান শহরে ইউক্রেনের একটি বড় ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সীমান্ত থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে অবস্থিত শহরটির একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে এ হামলা হয়। এর প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

রবিবার টেলিভিশনে প্রচারিত এক সরকারি বৈঠকে পুতিন বলেন, “যারা এমন কাজ করছে, তারা নিজেরাই বহুগুণ বেশি ধ্বংসের সম্মুখীন হবে। আমাদের দেশে ধ্বংসাত্মক কার্যক্রম চালানোর জন্য তাদের অনুতপ্ত হতে হবে।”

শনিবার কাজানে ড্রোন হামলাটি চালানো হয়। রুশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ড্রোনগুলো একটি উঁচু কাঁচের ভবনে আঘাত হানার পর আগুনের গোলা ছড়িয়ে পড়ে। তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কাজানের এ হামলা ইউক্রেনের পক্ষ থেকে ক্রমবর্ধমান ড্রোন হামলার সর্বশেষ উদাহরণ। তবে ইউক্রেন এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

প্রসঙ্গত, রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাবে আগেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। এর মধ্যে কিয়েভের কেন্দ্রস্থলকে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করার হুমকিও অন্তর্ভুক্ত ছিল।