রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, পুতিনের সাম্প্রতিক কর্মকাণ্ডে তিনি অসন্তুষ্ট এবং এতে তাদের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হচ্ছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ হামলার ঘটনা ঘটেছে গত শনিবার। এরপর রোববার (২৫ মে) ট্রাম্প প্রকাশ্যে পুতিনকে ‘উন্মাদ’ বলে মন্তব্য করেন।
ট্রাম্প সতর্ক করেন, মস্কো যদি পুরো ইউক্রেন কবজা করার চেষ্টা চালায়, তাহলে তা রাশিয়ার জন্য বিপর্যয়কর পরিণতি বয়ে আনতে পারে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ তিনি লেখেন, “পুতিনের সঙ্গে আমার সম্পর্ক একসময় দারুণ ছিল, কিন্তু এখন মনে হচ্ছে তিনি পুরোপুরি পাগল হয়ে গেছেন।”
তিনি আরও বলেন, “অনেক নিরীহ মানুষকে বিনা কারণে হত্যা করা হচ্ছে, শুধু সেনাদের নয়। ইউক্রেনের শহরগুলোতে নির্বিচারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে।”
ট্রাম্প উল্লেখ করেন, “আমি আগেই বলেছিলাম পুতিন পুরো ইউক্রেন দখল করতে চায়, শুধু কিছু অংশ নয় — এবং এখন মনে হচ্ছে আমি ভুল বলিনি। তবে যদি তিনি সত্যিই তা করার চেষ্টা করেন, তাহলে এটি রাশিয়ার পতন ডেকে আনবে।”
এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার রাতে রাশিয়া ইউক্রেনের ওপর সর্বোচ্চ সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এটি এখন পর্যন্ত চলমান যুদ্ধে রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলা বলে উল্লেখ করা হয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনীর তথ্যমতে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে রাশিয়া বিভিন্ন ধরনের ৩৬৭টি ক্ষেপণাস্ত্র, ইউএভি ও ড্রোন দিয়ে হামলা চালায়। এই হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।