শিরোনাম

চলে গেলেন টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

প্রখ্যাত ভারতীয় শিল্পপতি রতন টাটা আর নেই—এমন সংবাদ সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ইন্ডিয়া ডট কমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৯ অক্টোবর) রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে এন চন্দ্রস্বীকরণ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে রতন নেভাল টাটা আমাদের থেকে বিদায় নিয়েছেন। তিনি শুধু টাটা গ্রুপ নয়, জাতি গঠনেও অসামান্য অবদান রেখেছেন।’

এর আগে জানা যায়, রতন টাটা স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন। তবে বুধবার বিকেলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়, হঠাৎ রক্তচাপ কমে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৮৬ বছর বয়সী রতন টাটা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন ছিল তার।

  • usharbani
  • ঊষারবাণী
  • টাটা গ্রুপ
  •