শিরোনাম

যুদ্ধ পরিচালনায় অস্বীকৃতি, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যা দেশটির মধ্যে ব্যাপক বিক্ষোভের সূত্রপাত ঘটিয়েছে। যুদ্ধ পরিচালনায় আপত্তি ও নেতৃত্বের প্রতি বিশ্বাসে ফাটল ধরায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, গ্যালান্টকে লেখা একটি চিঠির মাধ্যমে তার বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়েছে। চিঠিটি তার কাছে পৌঁছানোর ৪৮ ঘণ্টা পর তার দায়িত্ব শেষ হবে বলে উল্লেখ করা হয়েছে। এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।

চিঠির শেষ অংশে নেতানিয়াহু লেখেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য গ্যালান্টকে ধন্যবাদ জানানো হচ্ছে। গ্যালান্টের স্থলাভিষিক্ত হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজকে নিয়োগ দেওয়া হবে। কাটজের পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেবেন গিডিয়ান সার, যদিও তার এই পদে পূর্বের কোনো অভিজ্ঞতা নেই।

এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, যুদ্ধের শুরুর দিকে গ্যালান্টের প্রতি তার বিশ্বাস অটুট ছিল, তবে শেষ দিকে এসে এই বিশ্বাসে ফাঁটল দেখা দিয়েছে। তিনি অভিযোগ করেন, গ্যালান্ট এমন সিদ্ধান্ত ও বিবৃতি দিয়েছেন যা মন্ত্রিসভার সম্মতিবিহীন।

নেতানিয়াহু পরোক্ষভাবে গ্যালান্টের বিরুদ্ধে ইসরাইলের শত্রুদের সহায়তার অভিযোগও তোলেন।

অন্যদিকে, গ্যালান্টের বরখাস্তের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশটির কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভীর। তিনি নেতানিয়াহুর এই পদক্ষেপের প্রশংসা করেন এবং উল্লাস প্রকাশ করেন।

  • usharbani
  • ইসরাইল
  • ঊষারবাণী
  •